
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের পরে এবার বিশ্বক্রিকেটের সিংহাসনে জয় শাহ। আইসিসির চেয়ারম্যান হলেন তিনি। এদিন ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অমিত শাহের পুত্র ছাড়া কেউ মনোনয়ন জমা দেয়নি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। এদিন আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। মাত্র ৩৫ বছর বয়সে বিশ্বক্রিকেটের ইতিহাসে আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান হলেন তিনি। নভেম্বর মাসে বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব শেষ হচ্ছে। ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন জয় শাহ। পরপর তৃতীয়বার আইসিসির চেয়ারম্যান হতে চাননি গ্রেগ বার্কলে। কে পরবর্তী চেয়ারম্যান হবে সেই নিয়ে জল্পনা চলছিল। এগিয়ে ছিলেন জয় শাহ। শেষমেষ তাতেই শিলমোহর পড়ল। ছয় বছর আইসিসির চেয়ারম্যানের পদে থাকবেন বোর্ড সচিব।
আইসিসির প্রেস বিবৃতিতে জয় শাহ বলেন, 'আইসিসির চেয়ারম্যান হতে পেরে আমি খুশি। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমরা কাজ করব। ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটা ভারসাম্য আনা প্রয়োজন। একইসঙ্গে ক্রিকেটে অনেক নতুন প্রযুক্তি আসছে। ক্রিকেটের মার্কেট আরও বাড়ছে। আমরা ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে চাই। শীঘ্রই সেই কাজে নামব।' এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে চারজন আইসিসিতে গিয়েছিল। এই তালিকায় ছিলেন জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর। তারমধ্যে ডালমিয়া এবং পাওয়ার আইসিসির সভাপতি হন। বাকি দু'জন চেয়ারম্যান হয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল জয় শাহের নাম। তাও আবার কনিষ্ঠতম চেয়ারম্যান হিসেবে নতুন নজির গড়লেন। লোধা কমিটির নিয়ম অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বরের পর কুলিং অফে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আইসিসিতে যোগ দেওয়ায় সেই বিধিনিষেধ আর থাকল না। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় ছয় বছরের মেয়াদ কাটিয়ে আবার সরাসরি বিসিসিআইয়ে ফিরতে পারবেন জয় শাহ। তবে বর্তমানে বোর্ডে তাঁর জায়গা কে নেয় সেটাই দেখার। দৌড়ে এগিয়ে রোহন জেটলি।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?